পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী

এ এইচ খান রতন ঃ – সেনাবাহিনীর কাজ যুদ্ধ পরিস্থিতিতে দেশকে বহিরাক্রমন হতে নিরাপদ রাখা। দেশের অভ্যন্তরে রাজনৈতিক হস্তক্ষেপ করে, শাসন ক্ষমতা হাতে তুলেনিয়ে রাজনৈতিক উচ্চাবিলাস চরিতার্থ করা নয়। স্বাধীনতা লাভের পর অধ্যবধি কোন গনতান্ত্রিক সরকার পাকিস্তানে তার শাসন কাল পূর্নমেয়াদে শেষ করতে পারে নি। যে কারনে রাষ্ট্র হিসেবে, সম্মানের সঙ্গে পৃথিবীর কোথাও তাদের অস্তিত্ব নেই। তৎকালীন সময়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বিভক্তি ও এই সেনা বাহিনীর কারনেই হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে জনগনের উচিৎ চলমান রাজনৈতিক আন্দোলনের সমাপ্তি না টেনে সেনাবাহিনী যাতে ভবিষ্যতে রাজনীতিতে হস্তক্ষেপ করতে না পারে সাংবিধানিক ভাবে তা সংসদের মাধ্যমে তা আইনে পরিনত করা।

আপনার মতামত দিন
শেয়ার করুন